শ্রমিকদের ফেরার পরিস্থিতির জন্য সরকার প্রস্তুত ছিল না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
92

শ্রমিকদের ঢাকায় ফেরা পরিস্থিতির জন্য সরকার প্রস্তুত ছিল না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, ঢাকার বাইরে থেকে হাজার হাজার শ্রমিক রাজধানীতে ফেরার কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে তার জন্য সরকার প্রস্তুত ছিল না।

রোববার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পোশাক শ্রমিকদের ঢাকায় আসার ঢল নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে: যার মধ্যে একটি হচ্ছে শ্রমিকরা চাকরি চলে যাওয়ার ভয়ে হয়তো রাজধানীমুখী হয়েছে, অথবা যেসব কারখানা শীর্ষ স্থানে নেই তারা হয়তো তাদের সংগঠনের শর্ত মানেনি, যে কারণে তারা শ্রমিকদের চলে আসার নির্দেশ দিয়েছে।

ফরহাদ হোসেন আরও বলেন, ‘তারা (শ্রমিকরা) আসা শুরু করলে একটা পরিস্থিতির তৈরি হয়, যার জন্য সরকার প্রস্তুত ছিল না, অথবা তারা দায়িত্বশীলভাবে এটা করবে, সেটাই আমাদের ধারণা ছিল।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, বড় কারখানাগুলো শর্ত মানলেও ছোট ছোট কিছু কারখানা হয়তো শর্ত রাখতে পারেনি।