উল্লাপাড়ার বোয়ালিয়া পশুর হাট বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

0
97

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মহামারী করোনাকালে বিনা অনুমতিতে রোববার উল্লাপাড়ার বোয়ালিয়ায় বসানো পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সেনা সদস্য ও পুলিশের সহযোগিতায় এ হাট বন্ধ করে দিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদুল আযহা’র পরে প্রশাসনের অনুমতি ছাড়া পশুর হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে।

বোয়ালিয়া পশুর হাটের ইজারাদার বুদ্ধু মিয়া জানান, তারা নিজেদের উদ্যোগে হাট বসাননি। গরুর ব্যবসায়ীরা প্রচলিত নিয়ম অনুযায়ী রোববারের হাটের দিনে তারা অনেকগুলো গরু হাটে তোলে। এসময় ক্রেতারা সেখানে ভীড় জমায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে হাট বন্ধ করে দেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, বিনা অনুমতিতে বোয়ালিয়ায় হাট বসানো হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।