ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ করোনার দ্বিতীয় ঢেউ প্রশমন ও সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা করেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগী স্টেশনের জনবহুল স্থানে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য উক্ত কর্মসূচি পালন করেন।
এ সময় অস্বচ্ছল মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। এর পাশাপাশি জনসাধারনকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করা সম্ভব নয়। তাই সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।