দেশজুড়ে

পাবনায় ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি,পাবনা: ৩১ জুলাই ২০২১ শনিবার রাতে পাবনার আটঘরিয়া থানাধীন গোড়রী জনৈক সাইফুল এর ওয়ার্কশপ দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

পাবনা র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফ, শাহআলম ,সাইদুল, ও সবুজ মিয়াকে (৪জন) গ্রেফতার করে।

এ সময় ২১ কেজি ৫০০ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা ও ০১টি মিনি ট্রাক উদ্ধার করে। আটকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আটকৃতদের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ