দেশজুড়ে

রাজারহাটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

সরকার অরুণ যদু,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: শনিবার রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উক্ত স্থানে রাজারহাট থেকে তিস্তা অভিমুখী একটি ট্রাক ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত ঘোষনা করেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে থাকলেও তার পরিচয় মেলেনি। মৃত যুবক মানসিক ভারসাম্যহীন এবং মৃত্যুর সময় উলঙ্গ ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button