মুক্তমত ও সম্পাদকীয়

চিকিৎসার পাশাপাশি মানুষকে স্বাস্থবিধি মানতে হবে

বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা। করোনার এ মহামারি ঠেকাতে নেয়া হচ্ছে নানবিধ পদক্ষেপ। বেসরকারি হাসপাতালের নানারকমের অনিয়ম অনাচারের কথা। বিদেশ থেকে বিভিন্ন কোম্পানীর টিকা আসার খবর পাওয়া যাচ্ছে। টিকা প্রদানের বয়স সীমা কমিয়ে আনা হচ্ছে।

সংবাদভিত্তিক টেলিভিশনের বদৌলতে দেখা যাচ্ছে, বিভিন্ন ফেরিঘাটে স্বাস্থ্যবিধি না মেনে ঈদ উৎসব করতে যাওয়া-আসা মানুষের ঢল। টক শোতে শোনা যাচ্ছে করোনা নিয়ে কত রকমের বুদ্ধিদীপ্ত আলোচনা। অক্সিজেনের অভাব।

করোনা রোগীর হাসপাতালে জায়গা হচ্ছে না। মূমুর্ষ রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে আত্মীয়-পরিবারবর্গ। হাসপাতালের খরচ আর ঔষধ কিনতে কিনতে সর্বস্বান্ত মধ্যবিত্ত। স্কুল কলেজ বন্ধ। ব্যাহত হচ্ছে শিক্ষা। অনিশ্চিত হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ভবিষৎ। নানান পরিকল্পনা নিচ্ছে শিক্ষা অধিদপ্তর। কর্মহীন হয়ে যাচ্ছে মানুষ।

কিভাবে সচল রাখা যায় কলকারখানা তা নিয়ে চলছে নিত্য ভাবনা। অর্থনীতি যেন ধসে না পড়ে তা নিয়ে চলছে নানা পরিকল্পনা। করোনা নিয়ে চলছে বিভিন্ন রকমের গবেষণা। আক্রান্ত যাতে না হয় তা নিয়ে চলছে গবেষণা, আক্রান্ত হলে কি করতে হবে, আরও উন্নত টিকা কি করে বানানো যায় তাই নিয়ে চলছে উচ্চতর গবেষণা। বিদেশী পরামর্শ এবং সাহায্য নিয়ে কি করে টিকা দেশেই উৎপাদন করা যায় চলছে তার পরিকল্পনা।

কিন্তু গবেষণা হচ্ছে না শুধু ভুক্তভোগী মানুষকে নিয়ে। এত এত প্রচার মাধ্যমে এতভাবে প্রচারের পরও কেন মানুষ স্বাস্থবিধি মানছে না। করোনা রোগীর যে অবর্ণনীয় কষ্ট তা জানার পরও কেন মানুষ ঘরে থাকছে না। নানা ছলছুতোয় মানুষ বাইরে বেরিয়ে যাচ্ছে। নির্ঘাাত মৃত্যু জেনেও মানুষ ধর্মীয় উৎসব পালন থেকে বিরত থাকছে না।

বিরত থাকছে না সামাজিক উৎসব পালন থেকে। প্রচন্ডভাবে মানুষ থেকে মানুষে পরিবাহিত করোনাা রোগ থেকে বাঁচার জন্য মাস্ক পরছে না। সবার আগে মানুষকে নিয়েই গবেষণা হওয়া উচিত বলে মনে হয়।

চিকিৎসার পাশাপাশি মানুষকে যুধবদ্ধভাবে স্বাস্থবিধি মানতে হবে। কারণ যুথবদ্ধ না হলে কোন যুদ্ধেই জেতা যায় না। যুধবব্ধ মানুষ কখনও পরাজিত হতে পারে না।

মোঃ কবির মোল্লা, কানাডা ব্যুরো প্রধান

তরঙ্গ নিউজ

এই বিভাগের আরও সংবাদ