নান্দাইলে ফের সড়ক দূর্ঘটনা, নিহত ১

0
83

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃময়ময়নসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রান গেলো আব্দুল কুদ্দুস (৭০) নামের এক ব্যক্তির। নিহত আব্দুল কদ্দুস উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা।

জানাযায়, আব্দুল কদ্দুস ব্যাক্তিগত কাজে বাজারে আসলে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ময়মমনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটা বাজারে এ দূর্ঘটনাটা ঘটে।

বিষয়টি নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দূর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও চালক কৌশলে পালিয়ে গেছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেল চাকায় পৃষ্ট হয়ে আচারগাঁও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের স্ত্রী জহুরা খাতুন (৮২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।