দেশজুড়ে

সোনামসজিদ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ওষুধ উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় লক্ষ টাকার মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনামসজিদের পানামা ১নং গেটের সামনে অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭ টার দিকে সীমান্ত মেইন পিলার ১৮৫/১৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানামা ১নং গেটের সামনে হতে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার ঔষধের ৩৯ পট পাউডার, ৬ প্যাকেট, ১০ বক্স, ৯ পট ক্যাপসুল এবং ৮ পট আটক ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক লক্ষ তেতাল্লিশ হাজার একশত চব্বিশ টাকা ।

তিনি আরো জানান, সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button