সংবাদ প্রকাশের পর সেই মাদ্রাসা পরিদর্শন করলো কতৃপক্ষ

0
77

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: তরঙ্গ নিউজে সংবাদ প্রকাশের পর গরু- ছাগলের গোয়ালঘরে পরিনত সেই মাদ্রাসাটি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

শুক্রবার(৩০ জুলাই) সকালে ইউএনও’র নির্দেশে আমড়াগাছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি পরিদর্শনে যান উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান।

লকডাউনের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে উপজেলার আমড়াগাছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আফজাল বিশ্বাস, নাইটগার্ড শাহীন বিশ্বাস ও স্থানীয় বারেক বিশ্বাস তাদের গরু- ছাগল মাদ্রাসার শ্রেণি কক্ষে বেঁধে পালন করতো। তাদের গরু-ছাগলের গোয়ালঘর হিসেবে ব্যবহার করতো তারা।

এ ঘটনায় গত ২৮ শে জুলাই তরঙ্গ নিউজের অনলাইনে সুনসান মাদ্রাসায় গরু-ছাগলের বিচরন এই শিরোনামে নিউজ প্রকাশিত হয়।

মাদ্রাসাটি পরিদর্শন করে এ্যাকাডেমিক সুপারভাইজার জানান, আমি মাদ্রাসাটি পরিদর্শন করেছি। গরু-ছাগল বাঁধার প্রমাণ পাওয়া গেছে। আমি ইউএনও স্যারের কাছে রিপোর্ট জমা দিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।