দেশজুড়ে

মির্জাগঞ্জে  বকেয়া বেতনের দাবিতে ক্লিনিক কর্মচারীদের মানববন্ধন

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়গনাস্টিক সেন্টারের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ জুলাই)দুপুর ১২ টায় ক্লিনিকের সামনে এই মানববন্ধন করেন।

মানববন্ধনকালে বক্তব্য দেন ম্যানেজার মোঃ রনি খান, তারিকুল ইসলাম সুজন, নার্স লিপি আক্তার।

তারা বলেন, আমরা করোনা সংকটকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলাম। বেতন পাচ্ছি না। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ক্লিনিকের মালিক আবুল বশারকে বারবার বললেও কোনো ফল পাইনি।গত ৬ মাস ক্লিনিক বন্ধরেখে বকেয়া বেতন না দিয়ে এখন সে গোপনে ক্লিনিক বিক্রির পায়তারা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে ক্লিনিকের মালিক আবুল বাশারকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button