দেশজুড়ে
বৈরী আবহাওয়া, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকায় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহমেদ আলী বলেন, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ৬-৭ টি ফেরি দিয়ে পারাপার করছিলাম। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় ও নদীতে ঢেউ ও স্রোত বেশি থাকায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু করবে।
বাংলাবাজার ঘাটের সহকারি ম্যানেজার জামিল আহমেদ ভূইয়া বলেন, এই ঘাটে নিয়মিত ১৬ থেকে ১৮ টি ফেরি চলাচল করে। বৈরি আবহাওয়া থাকায় সকাল থেকে বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি অন্যদিনের চেয়ে একটু কম। ঘাটে আটকে আছে কয়েকশ ট্রাক।