গোপালপুরে কোভিট-১৯ এর টীকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প
মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ এর টীকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা পরিষদ সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর জোনালের ডিজিএম মুজিবুল হক মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনিরের নির্দেশনায় এ ক্যাম্পে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রি নিবন্ধন কার্যক্রম চলবে।