দেশজুড়ে

ধামরাইয়ে ৪৪৫ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকা থেকে ৪৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মোতালেব (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-২,। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মোতালেব মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জান্না (খালাসীপাড়া) গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

বুধবার (২৮ শে জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামরাই পৌরসভার ঢুলিভিটা কাঁচা বাজার সংলগ্ন মায়ের দোয়া হোটেলের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ মোতালেব (৩৮) কে গ্রেফতার করে র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প এবং এর নিকট হইতে সর্বমোট ৪৪৫ (চারশত পয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ৪৪.৫ গ্রাম, মূল্য অনুমান ১,৩৩,৫০০/- টাকা উদ্ধার করে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শ্রী নির্মল কুমার দাস সূত্রে জানা যায় আসামী মোঃ মোতালেব এর বিরুদ্ধে ধামরাই থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩২, তাং-২৯/৭/২১, ধারা ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button