অর্থনীতি

বিইএফের নতুন সভাপতি-সহসভাপতি আরদাশীর ও সুস্মিতা

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) ২০২১-২৩ মেয়াদে নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন আরদাশীর কবির ও সুস্মিতা আনিস। বুধবার (২৮ জুলাই) বিইএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরদাশীর কবির দেশের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে গত ৩৫ বছর যাবত ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে জড়িত আছেন। চা শিল্পে, তিনি সাতগাও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর টি কোম্পানী লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ টি বোর্ডের সাবেক সভাপতি। এছাড়া দৈনিক সংবাদের পরিচালক ও নির্বাহী পরিচালক। এছাড়া তিনি লাবনী করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক এবং অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button