দেশজুড়ে
গণপরিবহন চালু হলে চলবে ট্রেন
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ শেষে গণপরিবহন চালু হলে ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷
বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
এতে বলা হয়, আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন। এরপর লকডাউন না বাড়ানো হলে চলবে গণপরিবহন। সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুত রয়েছে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলানোর বিষয়ে।