দেশজুড়ে
বিরামপুরে এক গাঁজা ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর পৌর এলাকায় বিরামপুর থানা পুলিশ এবং বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ পুড়িয়া গাঁজা সহ ঐ এলাকার পরিবেশ নষ্টকারী পেশাদার গাঁজা বিক্রেতা আসামী মোঃ বুলেট বাবু (৩৮), পিতা-নাসির উদ্দিন, সাং- পূর্ব জগন্নাথপর, থানা- বিরামপুর, জেলা -দিনাজপুরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩(তিন) মাসের কারাদন্ড প্রদান করেন।
আসামিকে জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন। গ্রেফতারকারী অফিসার এসআই/ মোঃ নুরল হক ও সঙ্গীয় অফিসার ফোর্স।
অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, মাদক বিষয়ে তথ্য দিন সেবা নিন। বিরামপুর উপজেলাকে মাদক মুক্ত করতে সহায়তা করুন।