চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, বেড়েছে শনাক্ত হার
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে এবং রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৯, শিবগঞ্জে ২ ও গোমস্তাপুর উপজেলায় ১০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮.০২ শতাংশ।
আর চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১২০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১০, শিবগঞ্জে ১, নাচোলে ২ ও ভোলাহাট উপজেলায় ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১.৬৬ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১৫.৪১ শতাংশ।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ বুধবার সকাল থেকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫১ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
জেলায় এ পর্যন্ত মোট ৪৮৬২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৪৩০৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২৩৫ জন।