দেশজুড়ে

শ্রীনগরে বিদেশী মদ নিয়ে পিতা-পুত্রসহ গ্রেফতার ৪

আরিফুল ইসলাম শ্যামল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৫ বোতল বিদেশী মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ জনের মধ্যে ২ জন সম্পর্কে পিতা ও পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর থানা সংলগ্ন দেউলভোগ বাজার মন্দিরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই আপন দাস, এসআই খলিলুর রহমান ও এএসআই মনির হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদসহ দেউলভোগ বাজারের বাসিন্দা দিপক মজুমদার (৩২) তার বাবা দেবদাস মজুমদার (৬৫) হরপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে নয়ন সরকার (৩৫) ও দেউলভোগ দয়াহাটা গ্রামের ইউসুফ শেখের ছেলে সোহেল শেখকে (৩৬) হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা রেকর্ড করে বুধবার আসামীদেরকে আদালতে প্রেরন করা হবে।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button