শ্রীনগরে বিদেশী মদ নিয়ে পিতা-পুত্রসহ গ্রেফতার ৪
আরিফুল ইসলাম শ্যামল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৫ বোতল বিদেশী মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ জনের মধ্যে ২ জন সম্পর্কে পিতা ও পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর থানা সংলগ্ন দেউলভোগ বাজার মন্দিরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই আপন দাস, এসআই খলিলুর রহমান ও এএসআই মনির হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদসহ দেউলভোগ বাজারের বাসিন্দা দিপক মজুমদার (৩২) তার বাবা দেবদাস মজুমদার (৬৫) হরপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে নয়ন সরকার (৩৫) ও দেউলভোগ দয়াহাটা গ্রামের ইউসুফ শেখের ছেলে সোহেল শেখকে (৩৬) হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা রেকর্ড করে বুধবার আসামীদেরকে আদালতে প্রেরন করা হবে।