সড়ক দূর্ঘটনায় নিহত রামপালের ৩ পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা প্রদান
সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ গত ২৩ জুলাই বাগেরহাটের ফকিরহাটের বৈলতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছিলেন ৷ নিহতদের মধ্যে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের ৩ জন ছিলেন ৷ তারা সকলেই পেশায় দিনমজুর ৷ পরিবারের উপার্যনক্ষম একমাত্র অবলম্বনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলো পরিবারের সদস্যরা ৷ তবে তাদের চোখে আশার আলো জ্বেলেছে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তা ৷
রামপাল উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, বুধবার (২৭ এপ্রিল) রামপালের নিহত হতদরিদ্র ৩ ব্যাক্তির পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তার চেক তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ৷
এ সময় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ,বাইনতলা ইউপি চেযারম্যান ফকির আব্দুল্লাহ ও দূর্ঘটনায় নিহতদের পরিবারবর্গ সাথে ছিলেন ৷
রামপাল ইউএনও মোঃ কবীর হোসেন জানান, “জেলা প্রশাসক মহোদয় উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারসমুহের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷ তিনি এই পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আমাকে এবং ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন।