আন্তর্জাতিক

বন্ধের এক বছর পর দুই কোরিয়ার মধ্যে হটলাইন চালু

বন্ধ করে দেওয়ার এক বছর পর পুনরায় দক্ষিণ-উত্তর কোরিয়ার মধ্যে হটলাইন চালু করা হলো।

দেশ দুটির মধ্যে যোগাযোগের জন্য মঙ্গলবার পুনরায় হটলাইন চালু করা হয়। খবর বিবিসির।

উত্তর কোরিয়া ২০২০ সালের জুনে এ হটলাইন বন্ধ করে দিয়েছিল। এর পর একটি লিয়াজোঁ দপ্তর গুঁড়িয়ে দিয়েছিল উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস জানায়, দুই দেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস স্থাপন এবং সম্পর্কোন্নয়নে সম্মত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এপ্রিল থেকেই তারা এ বিষয়ে বেশ কয়েকটি চিঠি আদান-প্রদান করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ২৭ জুলাই সকাল ১০টা থেকে সব আন্তঃকোরিয়ান লিয়াজোঁ লাইন চালু করা হয়েছে। পারস্পরিক বিশ্বাস স্থাপন এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছেন শীর্ষ নেতারা।

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় জানায়, হটলাইন যোগাযোগ চালুর পর উভয় দেশের প্রতিনিধিরা ফোনে তিন মিনিট কথা বলেন। মঙ্গলবার বিকালে উভয় দেশের প্রতিনিধিরা আবারও কথা বলবেন এবং এখন থেকে প্রতিদিন একবার করে কথা বলবেন তারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button