খেলাধুলা

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সিরিজে নেই লিটন

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৯ জুলাই ঢাকায় পা রাখবে তারা। সেই সিরিজের আগে ফের ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। এই সিরিজে খেলতে পারছেন জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে লিটন দাসের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান। লিটন ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকছেন না। আকরাম খান বলেন, ‘লিটনের পরিবারের একজন সদস্য অসুস্থ। সে জন্য সে (দলের) আগেই দেশে ফিরছে। চোট থাকায় অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচে আমরা এমনিতেও হয়তো ওকে পেতাম না। এখন অসুস্থ পরিবারের সদস্যের পাশে থাকার জন্য আগেই ফিরতে হচ্ছে ওকে।’

অজিদের বিপক্ষে সিরিজে শক্তি হারাচ্ছে বাংলাদেশ দল। লিটন দাসের পাশাপাশি এই সিরিজে খেলতে পারছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। এদিকে, তারকাশূন্য হয়ে গেছে বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়ার দলও। অজি দলে নেই ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চের মতো তারকারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button