শ্রীনগরে কঠোর লকডাউনের ৪র্থ দিনে ৩২ মামলা
আরিফুল ইসলাম শ্যামল, (মুন্সীগঞ্জ)শ্রীনগর প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দিনব্যাপী শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী ও কেয়া দেবনাথ পৃথক পৃথকভাবে শ্রীনগর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
দ্বিতীয় পর্যায়ে চলমান কঠোর লকডাউনের ৪র্থ দিনে আইন অমান্য করার অপরাধে আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানার মোট ১৩ হাজার টাকা আদায় করা হয়। এ সময় বাংলাদেশ সেনা বাহিনী, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, করোনা মোকাবেলায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ব্যাপী ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।