মির্জাগঞ্জে সরকারী গাছ কাটার অভিযোগ ইউপি সদস্য’র ভাইয়ের বিরুদ্ধে

0
83

মোঃ রনি খান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খন্ড শিশুর হাট বাজার সংলগ্ন থেকে আট নং ওয়ার্ডের ইউপি সদস্য’ মোঃ কুদ্দুস খানের ভাইয়ের নামে সরকারী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে৷

মোঃ চুন্নু খান মাধবখালী ইউনিয়নের আট নং ওয়ার্ডের মৃত্যু ইসমাইল খানের পুত্র।

সোমবার ( ২৬ জুলাই ) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সড়কের উপরে রাস্তার দুই পাশে এমন দৃশ্য দেখা জায়৷

এলাকাবাসী সুত্রে জানাযায়, ইউপি সদস্য’র ভাই মোঃ চুন্নু খান বিগত দুই মাস আগেই সরকারি জমি থেকে গাছ কেটে পানিতে লুকিয়ে রাখেন৷ আজ ২৬ জুলাই হটাৎ করে বৃষ্টি হয় সেই মুহুর্তেই গাছের ছাল উঠিয়ে রাস্তায় রেখে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে মোঃ চুন্নু খান সাংবাদিককে বলেন, জমি সরকারী হলে ও সেখানে গাছটি লাগিয়েছেন তার শশুড়। তবে গাছ কাটার আগে অনুমতি নিতে হয় সেটা তার জানা ছিল না।

এ বিষয় ইউপি সদস্য কুদ্দুছ খান বলেন, চুন্নু আমার ছোট ভাই। আগামী কাল ২৭ জুলাই বন বিভাগ থেকে অনুমতি নিয়ে আসবো। তবে এ গুলো বুজতে পারেনি৷

এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা বন বিভাগ অফিসের রেঞ্জ অফিসার, মোঃ নাসির গাজী
বলেন, আগামীকাল সরেজমিনে পরিদর্শন করে ব্যাবস্হা গ্রহন করা হবে।