দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু ও আহত ২

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহতের ৭ মাসের মেয়ে সিদ্দীকা ও ৭ বছরের মেয়ে নাফিজা। সোমবার বেলা সাড়ে ১১ টায় শিবগঞ্জ উপজেলার হরিনগর পিটতলা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নারী- শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সাহেদ আহমেদের স্ত্রী নাসিমা আক্তার (৪০)। পুলিশ জানায়, অটোরিকশা যোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন নাসিমাসহ তার দুই মেয়ে। এ সময় হরিনগর পিটতলা এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। আহত হয় তার দুই মেয়ে সিদ্দীকা ও নাফিজা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার মামলা করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button