ডিএনসিসিতে চার দিনে ১৮১৬৮ টন বর্জ্য অপসারণ

0
93

কোরবানি ঈদের আগের দিন থেকে চার দিনে ১৮ হাজার ১৬৮ টন পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৫ জুলাই) ডিএনসিসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলা বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত যানবাহন মোট ৩ হাজার ৫৩৭টি ট্রিপে এসব বর্জ্য অপসারণ করে।

সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, গত বছরের ঈদুল আজহার চেয়ে এবার ৭ হাজার টন বেশি বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়েছে। ২০২০ সালে ২ হাজার ৮০৮টি ট্রিপে মোট ১১ হাজার ৯৩৬ টন বর্জ্য অপসারণ করেছিল ডিএনসিসি।

ঈদের আগের দিন ৫৯০ ট্রিপে ৩ হাজার ৪৮৭ টন বর্জ্য, ঈদের দিন ১ হাজার ২০২টি ট্রিপে ৫ হাজার ৬৬৪ টন বর্জ্য, দ্বিতীয় দিন ১ হাজার ১৩২টি ট্রিপে সর্বাধিক পাঁচ হাজার ৭২৮ টন বর্জ্য অপসারণ করা হয়। এছাড়া তৃতীয় দিনে ৬১৩টি ট্রিপে তিন হাজার ২৯৯ টন বর্জ্য অপসারণ করা হয়।