সিংগাইরে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
81

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর অদূরে মানিকগঞ্জের সিংগাইরে অর্ধকোটি টাকা সমমূল্যের পাঁচশত পনের গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- আনোয়ার সওদাগর (৪২) ও মোঃ লিটন মিয়া (২৭)।
এসময় ধৃত আসামীদের নিকট থেকে ১টি মোটরসাইলেক, ৩টি মোবাইল ফোন ও নগত- ২ হাজার ৮২৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আজ রোববার র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল পৌনে ৮ টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার খাসেরচর তিন রাস্তার মোড় এলাকায় একটি অভিযান চালিয়ে পাঁচশত পনের গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- আনোয়ার সওদাগর (৪২) ও মোঃ লিটন মিয়া (২৭)।

র‌্যাব-১০ সূএে জানা যায়, এসময় তাদের নিকট থেকে ১টি মোটরসাইলেক, ৩টি মোবাইল ফোন ও নগত- ২ হাজার ৮২৫ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মানিকগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইন ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।