মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা চালু

0
101

মোংলা প্রতিনিধি: মোংলায় ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা চালু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় এ ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজ’র অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র প্রতিষ্ঠাতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, ছাত্রলীগ নেতা পারভেজ খান, মোঃ আব্দুল্লাহ আল-আমীন সানি, কাজী সাগর, মোঃ আকাশ ও মোঃ সোহান।

ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা চালু করেছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক। এর প্রতিষ্ঠাতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। জসিম অক্সিজেন ব্যাংকের মাধ্যমে মোংলাসহ আশপাশ এলাকার করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিয়ে আসছেন। ফ্রি অক্সিজেন সেবার পাশাপাশি করোনা টিকা নিতে আগ্রহীদের সেবায় চালু করেছেন ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন সেবা। টিকা নিতে আগ্রহীদের তার পৌর শহরের কলেজ মোড়স্থ অক্সিজেন ব্যাংকে আসার জন্য পৌরসভার ডিজিটাল সেবা কেন্দ্র থেকে রবিবার দিনভর প্রচারণা চালানো হয়েছে। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সেবা আগ্রহীদের জন্য কেন্দ্রটি খোলা থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তা শেখ কামরুজ্জামান জসিম।