জাতীয়

রাজধানীতে একদিনে ১০২ ডেঙ্গু রোগী হাসপাতালে

করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় দেশে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১০২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। বাকি তিন জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৬০ জন।

রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। করোনা মহামারীর এ সময়ে মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম থেমে গেলে আগস্ট ও সেপ্টম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button