দেশজুড়ে
যাত্রী ও যানবাহনের চাপ নেই শিমুলিয়াঘাটে
লকডাউনের দ্বিতীয় দিনে ও ঈদের চতুর্থদিনে শিমুলিয়াঘাটের পরিস্তিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন ও যাত্রী চাপ কম থাকায় মাত্র ৭টি ফেরি স্বচল রয়েছে।
শনিবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে তেমন কোনো চাপ দেখা যায়নি। যানবাহন কম থাকায় শুধু যাত্রী নিয়েই শিমুলিয়া ঘাট থেকে কয়েকটি ফেরি ছাড়তে দেখা গেছে। যানবাহন শূন্য রয়েছে ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ে।
এ ব্যাপারে বিআইডাব্লিটিসির ব্যবস্থাপক বাণিজ্য মোঃ ফয়সাল জানান, যানবাহন কম থাকায় ফেরি সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তবে বেশির ভাগ সময় যাত্রী নিয়ে ফেরি ছাড়তে হচ্ছে।