ধামরাইয়ে লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে প্রশাসন
রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে সরকারের ঘোষিত সারাদেশ ব্যাপী লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি তৎপর রয়েছে পুলিশ, সেনাবাহিনী,র ্যাব ও বিজিবি।
সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে জরুরি সেবা যানবাহন ছাড়া সব ধরনের পরিবহন যানবাহন বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এদিকে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন বিধিনিষেধ অমান্য করায় ৪০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ’বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে ২৩শে জুলাই থেকে সারাদেশে সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন পালন করা হচ্ছে। আমরা ধামরাই উপজেলা প্রশাসন সারাক্ষণ মাঠে কাজ করে যাচ্ছি সরকারের লকডাউন বিধিনিষেধ বাস্তবায়ন করতে লকডাউনের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে। সেইসাথে ধামরাই উপজেলাবাসী সবাই ঘরে থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই মহামারি থেকে দেশের মানুষকে বাচাতে।