ভোলার ইলিশায় জাল জন্ম নিবন্ধনের ছড়াছড়ি

0
81

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে জাল জন্ম নিবন্ধনের ছড়াছড়ির অভিযোগ উঠেছে। সরজমিন ইলিশা ১নং ওয়ার্ডের হারুন এর মেয়ে জান্নাত বেগম কে বিবাহ দেওয়ার জন্য একটি জাল জন্ম নিবন্ধন তৈরি করে বিবাহ দিয়েছেন।

বিবাহ শেষে মেয়ে কে তুলে নিতে বর পক্ষ আসলে, সেখানে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে বর পক্ষ গোপন তথ্য ফাসঁ করে দিয়েছেন। বর পক্ষের লোকমান বলেন, হারুন জংশন ১ নং ওয়ার্ডে ছিলো, সেখান থেকে এখন পাকার ৫নং ওয়ার্ডে বসবাস করছেন, তার মেয়ের ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে বিবাহ দিয়েছেন।

মেয়ের বাবা হারুন এর কাছে জন্ম নিবন্ধনের কপি চাইলে তিনি বলেন, অরিজিনাল কপি হারিয়েছে আর ফটো কপি কাজীর কাছে, কাজী সিফাত বলেন, আমার কাছে ফটোকপি দিয়েছেন, সেই ফটো কপি নিয়ে ইলিশা ইউনিয়নের উদ্যােত্তা আবিদুর আলম জনির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই কার্ড ওয়েবসাইটে আসছে না, এটা মনে হয় ভুয়া।

এদিকে জাল নিবন্ধনকারী হারুনের পক্ষ নিয়ে কোস্টর্গাডের কথিত সোর্স দুলাল এবং হারুন জানান, আপনারা ফারুক বেপারীর সাথে যোগাযোগ করুন। প্রশ্ন হলো কে এই ফারুক বেপারী? তিনি কি পরিষদের মেম্বার? নাকি চেয়ারম্যান?

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, বিষয়টি আমিও শুনেছি ।