দেশজুড়ে
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৬ হত্যা মামলার আসামি গ্রেফতার


রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে রোয়াংছড়ির বাগমারায় নির্মম ৬ হত্যা মামলার ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে । আজ ২৪ জুলাই রবিবার বাগমারা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
সূত্র অনুযায়ী জানা যায়, গত ৭ জুলাই ২০২০ ইং তারিখ বাঘমারা ৬ মার্ডার হত্যা মামলার ১নং আসামি আপাই মারমা নিজ বাড়ি বাঘমারা আর্মি ক্যাম্পে হতে জামছড়ি সুমপাড়া এলাকায় অবস্থান করছে।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন টিম বাঘমারা আর্মি ক্যাম্প হতে একটি উক্ত আসামিকে গ্রেফতার করে । বর্তমানে আটককৃত আসামি প্রশাসনের হেফাজতে আছে বলে জানা যায়।



