আন্তর্জাতিক
সৌদি আরবে শুধুমাত্র ভ্যাকসিন গ্রহণকৃতরাই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন
আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবে শুধুমাত্র ভ্যাকসিন গ্রহণকৃতরাই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
সৌদি আরবের মিউনিসিপ্যাল এন্ড রুরাল এফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ আগস্ট, ২০২১ থেকে শুধুমাত্র করোনা ভ্যাকসিন গ্রহণকৃতরাই সৌদি আরবের বিভিন্ন পাবলিক বা প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
করোনা ভ্যাকসিন এর দুটি ডোজ গ্রহণ করা ছাড়া কেউ কোন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। দেশব্যপি করোনা ভ্যাকসিন থেকে সবাইকে সুরক্ষিত রাখার জন্য এবং সবাইকে দ্রুত করোনা ভ্যাকসিন গ্রহণে অনুপ্রাণিত করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।