করোনায় আক্রান্ত হলেন করিম বেনজেমা
করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
২০০৯ সালে স্প্যানিশ জায়ান্টদের ক্লাবে যোগ দেন ফরাসী এই তারকা। এক যুগে ক্লাবের হয়ে তিনশ’র কাছাকাছি গোল করেছেন তিনি। ফ্রান্সের হয়ে সম্প্রতি খেলে এসেছেন ইউরো চ্যাম্পিয়নশিপেও।
সংক্ষিপ্ত বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, আমরা জানাচ্ছি যে আমাদের ফুটবলার করিম বেনজেমা কোভিড নাইন্টিন পজিটিভ হয়েছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে। তার শারিরীক অবস্থার কথাও জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে।
এর আগেও রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে আছেন সদ্যই ক্লাব ছেড়ে যাওয়া সার্জিও রামোস, রাফায়েল ভারানে, নাচো, ইডেন হ্যাজার্ড ও দানি কারভাহাল।
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও সাবেক কোচ জিনেদিন জিদানও করোনায় আক্রান্ত হন।
করোনাভাইরাসের সবশেষ রূপ ডেল্টার প্রকোপে ফ্রান্স ও স্পেনে করোনার সংক্রমন বেড়েছে। এরমধ্যেই বেনজেমার এমন খবর বের হলো।