গোপালপুরে শিল্প ও বণিক সমিতির সাথে প্রশাসনের বৈঠক ও সচেতন মূলক প্রচারণা

0
78

মো. নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:করোনাভাইরাস সংক্রামক রোধে ও সরকারি বিধি নিষেধ কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে গোপালপুর শিল্প ও বণিক সমিতির উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত।

সিদ্ধান্তে উঠে আসে মাছ ব্যবসায়ীরা উন্মুক্ত স্থানে বসবে এবং কাঁচামাল ব্যবসায়ী ফাঁকা ফাঁকা হয়ে বসবে। এ সিদ্ধান্ত গৃহীত হয়, ওষুধের দোকান ব্যতীত, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দোকান সকাল ৭ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা থাকবে।(২৩ জুলাই) শুক্রবার দুপুরে শিল্প ও বণিক সমিতির কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন শিল্প ও বণিক সমিতির সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর।

আরো উপস্থিত ছিলেন কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক অন্যান্য কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।বৈঠক শেষে গোপালপুর বাজারে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।