দেশজুড়ে

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় অটোর ৬ যাত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফকির হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ খায়রুল আনাম। তিনি বলেন, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button