আন্তর্জাতিক

আঞ্চলিক সংকট সমাধানে ইরান-তুরস্ক একসঙ্গে কাজ করবে: রুহানি

ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বের দু’টি প্রভাবশালী দেশ হওয়ার কারণে আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দু’টি বৃহৎ শক্তি, কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এই দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গতকাল বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। এসময় তারা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ও করেন। আলাপে এরদোয়ান দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট রুহানি গত আট বছর ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button