করোনায় কর্মহীন মানুষের মুখে হাসি ফুটিয়েছে ‘তারুণ্যের-বাঁশতলী’

0
82

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ করোনা মহামারিতে নাজেহাল গোটা বিশ্ব ৷ বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও ছড়াচ্ছে সংক্রমন ৷ তাতে লকডাউনে ক্ষতিগ্রস্থ রামপালের কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিয়ে হাসি ফুটিয়েছে তারুণ্যের বাঁশতলী- নামের একটি সেচ্ছাসেবী সংগঠন । বাঁশতলী ইউনিয়নে ব্যাক্তি উদ্যোগে গঠিত এই সংগঠনটি ৯ টি ওয়ার্ড সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে কার্যক্রম চালাচ্ছে ৷ এতে বাঁশতলী ইউনিয়ন পরিষদের বেসরকারী ফলাফলে নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল পৃষ্ঠপোষকতা করছেন ৷

 

তারুণ্যের বাঁশতলী কখনও জরুরী অক্সিজেন সেবা পৌছে দিচ্ছেন করোনাআক্রান্ত মানুষের বাড়িতে ৷ কখনও রাতের অন্ধকারে লকডাউনে কর্মহীন মানুষের দুয়ারে তাদের অজান্তেই রেখে আসছে খাদ্যসামগ্রী ৷ করোনাআক্রান্ত ও অন্যান্য রোগীদের হাসপাতালে পৌঁছাতে দিচ্ছেন ফ্রী এম্বুলেন্স সার্ভিস পরিষেবা ৷ স্থানীয় বাজারে স্বাস্থ্যবিধি মানাতে বিতরণ করছেন মাস্ব ও স্যানিটাইজার ৷ ভলান্টিয়ার টিম গোটা এলাকার মানুষকে দিচ্ছেন সচেতনতার বার্তা ৷ তাদের এই মানবিক কার্যক্রমে সাড়া পড়েছে গোটা এলাকায় ৷ সমাজের বিত্তবান নানা শ্রেনী পেশার মানুষ বাড়িয়ে দিচ্ছে নিজেদের হাত ৷

সংগঠনের এ্যাডমিন মোঃ মুশফিক সজল বলেন, “আমাদের এই কার্যক্রমে আমরা যে মানুষটি উৎসাহ যুগিয়ে আসছেন তিনি হচ্ছেন নবনির্বাচিত বাশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান সোহেল ৷ তাছাড়া সমাজের বিত্তবানরাও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ অনেকেরই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা রয়ে।