আন্তর্জাতিক
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মোদির টুইট
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২১ জুলাই) এক টুইট বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদি লেখেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার শুভেচ্ছা। এই দিন যেন বৃহত্তর কল্যাণের জন্য সম্মিলিত সহানুভূতি ও সম্প্রীতির চেতনাকে জাগ্রত করে এবং এগিয়ে নিয়ে যায়।’
এদিকে, ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, ‘সব নাগরিককে ঈদ মোবারক। এটা ত্যাগ, বলিদানের ভাবনার প্রতি সম্মান জানানোর দিন। সমাজে ঐক্য স্থাপনের জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার দিন। আসুন আমরা সবাই কোভিড-১৯ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি। সবার মঙ্গলের জন্য একসঙ্গে মিলে কাজ করি।’
এছাড়া ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।