দেশজুড়ে
এবারও ঈদ জামাত হয়নি শোলাকিয়ায়
এবারও ঈদুল আজহার জামাত হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। চলমান করোনা পরিস্থিতির কারণে জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির এবারও ঈদ জামাত না করার সিদ্ধান্ত নেয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লির সমাগম ঘটে। করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাই স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন দিক বিবেচনা করে শোলাকিয়া ঈদগাহ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এবারও ঈদুল আজহার জামাত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, প্রশাসনের এ সিদ্ধান্তকে সমর্থন জানায় স্থানীয় বাসিন্দারা। বিপুল জমায়েতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এত বড় ঝুঁকি নেওয়া ঠিক নয় বলে মনে করেন তারা।
কিশোরগঞ্জ শহরের উত্তর-পূর্ব কোণে নরসুন্দা নদীর পাশে শোলাকিয়া ময়দানের অবস্থান।