আন্তর্জাতিক

ভারতে প্রাথমিক বিদ্যালয় খোলার সুপারিশ গবেষণা সংস্থার

করোনা সংক্রমণের কথা মাথায় রেখেও ভারতে প্রাথমিক বিদ্যালয়গুলো চালু করার পক্ষপাতী ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)। মঙ্গলবার (২০ জুলাই) গবেষণা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুরা ভালো ভাবে ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে পারে। তাদের দেহে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার কথা ভাবা যেতে পারে।

বুধবার (২১ জুলাই) এসব জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তবে পরিসংখ্যান বলছে সেখানে করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নমুখী। মঙ্গলবার তা নেমে এসেছে ৩০ হাজারের ঘরে। ১২৫ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ফের এতটা কমেছে।

সরকারি সংস্থাটির তরফে বলা হয়েছে, পরীক্ষায় দেখা গিয়েছে দেশের ৬৭ দশমিক ছয় শতাংশের দেহে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির সন্ধান মিলেছে। কোভিড সংক্রমণের ঝুঁকি রয়েছে প্রায় ৪০ কোটি মানুষের। তবে করোনার তৃতীয় ঢেউয়ে বয়স্কদের পাশাপাশি শিশুরাও সংক্রমণের শিকার হতে পারে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে আইসিএমআর।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button