কুয়াকাটায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে ১২টি গরু-মহিষ কুরবানির আয়োজন

0
80

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গবন্ধুর নামে কোরবানির দেওয়ার উদ্দেশ্যে ৮টি গরু ও ২টি মহিষ কিনেছেন কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দেওয়ার জন্য দেড় লাখ টাকায় দুটি গরু ক্রয় করেছেন কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদ দেওয়ান।

ঈদের দিন জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এসব গরু-মহিষ কোরবানি দেওয়া হবে । বুধবার সকালে এসব গরু-মহিষের গোসত পৌঁছে দেওয়া হবে পৌর শহরের ৯টি ওয়ার্ডের ১৬শ’ অসহায় মানুষের বাড়িতে।

বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে কোরবানির এ আয়োজন করা হয়েছে জানিয়ে কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার সাংবাদিকদের বলেন, সাড়ে ৭ লাখ টাকায় ক্রয়কৃত এসব মহিষ ও গরু জাতির পিতার নামে কোরবানি দেওয়ার জন্য ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে ৯টি ওর্য়াডের আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে।