দেশজুড়ে

বিরামপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপনের শুভ উদ্বোধন করলেন : এমপি শিবলী সাদিক

এস এম মাসুদ রানা, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার সকাল ১১টার বিরামপুর পৌর শহর এলাকায় ডাস্টবিন স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।

পৌর মেয়র আক্কাস আলী বলেন, আর দুইদিন পরেই পালিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আযহা এ লক্ষে আজ পৌর শহর এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে ১শ টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে পৌরসভার সবখানে ডাস্টবিন স্থাপন করা হবে। ইদুল আযহায় কুরবানিকৃত পশুর বর্জ্য ও উচ্ছিষ্টাংশ যেখানে সেখানে না ফেলে নিদিষ্ট স্থানে রাখা ডাস্টবিনে রাখার পৌরবাসীকে অনুরোধ জানান তিনি।

এসময় তার সাথে ছিলেন,বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান,পৌর সচিব সেরাফুল ইসলাম,পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button