দেশজুড়ে

পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র আক্কাস আলী

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন-বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারেও ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে। করোনায় লকডাউন শিথিল করা হলেও আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরে মসজিদ ও ঈদগাহে জামায়াতে নামাজ আদায় করবো। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে ঈদে বাহিরে ঘোরাফেরা নয় বরং সবাই ঘরেই থাকুন।

পৌর মেয়র আরো বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা, সাম্য, মৈত্রী এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি। পবিত্র ঈদুল আযহার উপলক্ষে বিরামপুর পৌরবাসী ও দেশের সকল মুসলমানদের জানাই “ঈদ মোবারক”।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button