দেশে করোনা ভ্যাকসিন সরবরাহে কোন ঘাটতি নেই: তথ্য প্রতিমন্ত্রী

0
79

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশে করোনা ভ্যাকসিন সরবরাহে কোন ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার পাশাপাশি দেশের ১০০ হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। সেই সাথে ১ হাজার ২০০ আইসিইউ বেড স্থাপন করে ৫টি করোনা হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

শুক্রবার সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।