ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের দুই সহস্রাধিক অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

0
82

রনজিত কুমার পাল (বাবু). ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের অসহায়  হতদরিদ্র বিভিন্ন শ্রেণী-পেশার দুই হাজার পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানণীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে জনপ্রতি চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই জুলাই -২০২১) ঢাকা-২০ ধামরাই এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয়ের নির্দেশে কুশুরা ইউনিয়নের প্রায় ২০০০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়নের কৃতি সন্তান বিএডিসির সাবেক সদস্য পরিচালক ও কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ এর সংগ্রামী সাভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ জনাব মো: নুরুজ্জামান ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব মো: এনায়েত হোসেন ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সুবিধাভোগী কুশুরা ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যবৃন্দ।