টাঙ্গাইলে নতুন করে ২৭৫ জনের করোনা শনাক্ত

0
84

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলে একদিনে নতুন করে আরও ২৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত। তবে কমেছে মৃত্যু।করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। ৯৬৭টি নমুনা পরীক্ষার রির্পোটে ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৮ দশমিক ৪৩ ভাগ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৮৬ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ৮৪৩ জন। সর্বমোট মারা গেছে ১৭৬ জন। জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫২ জন।

এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৯৭ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৬ নিয়ে মোট ১৫২ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।