রামপালে লকডাউনে কর্মহীনদের মাঝে শেখ তন্ময়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা

0
84

সুব্র ঢালী,স্টাফ রিপোর্টারঃ রামপালে করোনা পরিস্থিতির কারনে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষের মাঝে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ৷ মঙ্গলবার (১৩ জুন ) বিকাল ৫ টায় রামপাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয় ৷

রামপাল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরাফাত হোসেন কচির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ ও বিশেষ অতিথি হিসাবে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর এপিএস এ্যাড: রেজোয়ান আহমেদ চয়ন উপস্থিত ছিলেন ৷

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, রামপাল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু,রামপাল সদর ইউনিয়নে বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন, বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি ও বাঁশতলী ইউনিয়নের বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সী বোরহান উদ্দিন জেড, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম , রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন , সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, খৈয়াম হোসেন খিজির, বাগেরহাট জেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড চযন মন্ডল, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদী, সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের কর্মী সমর্থকবৃন্দ ৷

এদিন ১০০ জন মানুষের মাঝে চাল , ডাল, আলু, লবণ, সহ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয় ৷ নসিমন, ভ্যান রিকশা চালক ও অসহায় শ্রমজীবি মানুষ এই সাহায্য পেয়েছেন ৷ এর আগে বিকাল ৪ টায় বাবুরবাড়ি আওয়ামীলীগ কার্যালয়ে আরও ১০০ পরিবারের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয় ৷পর্যায়ক্রমে সব ইউনিয়নের মানুষ এই সহায়তা পাবেন বলে জানাগেছে ৷

করোনার গ্রাফের উদ্ধগতির কারনে দেশে প্রায় দু সপ্তাহ আগে থেকে কঠোর লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে বাগেরহাট জেলার কর্মহীন ১৫ হাজার দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, দুইকেজি আলু, এককেজি ডাল, এককেজি পেঁয়াজ ও আধাকেজি লবন দিচ্ছেন । তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ জুলাই) সকালে জেলা শহরের মাঝিডাঙ্গা এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ভূঁইয়ার নিকট থেকে সংশ্লিষ্ট উপজেলাগুলোর দলীয় নেতৃবৃন্দ এ খাদ্য সহায়তা বুঝে নেন।