করোনায় মৃতের দাফন কাফন সম্পন্ন করলো তাকরীম ফাউন্ডেশন

0
111

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের আলহাজ্ব হোসেন আহমদ (কালু মিয়া) ৬৩ করোনা পজেটিভ হয়ে।

মঙ্গলবার (১৩ই জুলাই) ভোর ৬ টায় উনার বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে মামুনুর রশীদ কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্টিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ এর সাথে যোগাযোগ করলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতিক্রমে সাস্থ্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

মঙ্গলবার ১৩ জুলাই দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বলিয়ারবাগ ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হয়। উক্ত জানাযার নামাজে শারিরিক দূরত্ব বজায় রেখে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সদস্যগণ, মৃতের আত্বীয় সহ এলাকার মানুষ অংশ গ্রহন করেন,পরে মৃত আলহাজ্ব হোসেন আহমদ (কালু) মিয়াকে বলিয়ারবাগ পাঞ্চায়েতী করবস্থানে দাফন করা হয়।

দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ) জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ,জেলার সিনিয়র সদস্য আব্দুল আহাদ, মোঃছোবহান আলী,মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী,শাহিন আহমদ,স্বপন চৌধুরী। উল্ল্যেখ্য যে,মৃত আলহাজ্ব হোসেন আহমদ (কালু মিয়া) বলিয়ারবাগ গ্রামের মৃত মেন্দী মিয়া চৌধুরীর ছেলে।