দিনাজপুরে হেপাটাইটিস-বি ভ্যাকসিন কার্যক্রমের তৃতীয় ক্যাম্পের উদ্বোধন

0
114

শিমুল দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের শেরশাহ্ মোড় জামে মসজিদ মার্কেটস্থ আওয়ামী মৎস্যজীবী লীগ দিনাজপুর জেলা কার্যালয়ে সাসকো গ্রুপের আয়োজনে হেপাটাইটিস-বি ভ্যাকসিন কার্যক্রমের ৩য় ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

১১ জুলাই ২০২১ রোববার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং নিজে হেপাটাইটিস-বি ভ্যাকসিন গ্রহণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক এ্যাডভোকেট সারওয়ার আহমেদ বাবু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হাসনাইন আজিজ, মোঃ আশরাফুল আলম মাস্টার, সদস্য আলমামুন, নাজিম উদ্দিন, সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ সহ গ্রুপের অন্যান্য নার্স ও স্টাফবৃন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও দিনাজপুর সিভিল সার্জন কর্তৃক অনুমোদিত সাসকো গ্রুপের আয়োজনে হেপাটাইটিস-বি ভ্যাকসিন ইতিপূর্বে দিনাজপুর পৌরসভা প্রাঙ্গনে এবং সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়। তৃতীয় পর্যায়ে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধন করা হলো। এখানে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে এবং সব সময় ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড জ্বর, জরায়ূ ক্যান্সার, টিটেনাস, হেপাটাইটিস-বি ও জলাতংক রোগ সহ সকল প্রকার টিকা সরবরাহ করা হবে। এটির সার্বিক সহযোগিতায় রয়েছেন ভাওয়াল এসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।